ডব্লিউএইচও’র কর্মকর্তাদের দেশ ছাড়ার নির্দেশ বুরুন্ডির
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৪ মে ২০২০, ২১:৪৪
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) শীর্ষ প্রতিনিধি ও আরো তিন বিশেষজ্ঞকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে বুরুন্ডি। করোনা মোকাবিলায় বুরুন্ডি সরকারের সঙ্গে কাজ করছিলো তারা। গত ১২ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা সদর দফতরে দেয়া এক চিঠিতে এ নির্দেশ দেয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এই চার কর্মকর্তা বুরুন্ডিতে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয় চিঠিতে। নাম প্রকাশে অনিচ্ছুক বুরুন্ডির এক কর্মকর্তা জানান, কোভিড-১৯ মোকাবিলায় তার দেশের সরকারকে সহায়তা করছিলো ডব্লিউএইচও’র এই দলটি। তবে করোনা ব্যবস্থাপনায় অগ্রহণযোগ্য হস্তক্ষেপের কারণে পুরো দলকে বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। শুক্রবারের মধ্যেই তাদের দেশ ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ১ সপ্তাহ আগে
সমকাল
| ভারত
১১ মাস আগে