গণমাধ্যম কর্মীদের জন্য চালু হলো ফ্রি অ্যাম্বুলেন্স সেবা

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৪ মে ২০২০, ২০:৫৮

করোনাভাইরাসের মহামারির মধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর মতোই নিত্যদিনের খবর প্রচারে কাজ করছে সংবাদকর্মীরা। ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক গণমাধ্যম কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন তিনজন। তাই এবার গণমাধ্যম কর্মীদের জন্য চালু হলো ফ্রি অ্যাম্বুলেন্স সেবা। অলাভজনক সামাজিক সংগঠন ‘পাথওয়ে’ এ ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার ওয়াসা ভবনের সামনে শান্তা জাহান এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।  এ সময় উপস্থিত ছিলেন- ‘পাথওয়ে’ এর উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল মীর মোতাহার হাসান এবং ‘পাথওয়ে’ এর নির্বাহী পরিচালক মো. শাহীন, পরিচালক ইমারত হোসেন ইমু, পাথওয়ে’র সহকর্মীসহ গণমাধ্যম কর্মীরা। ‘পাথওয়ে’ এর নির্বাহী পরিচালক মো. শাহীন বলেন, জনগণের কাছে প্রতিদিনের সংবাদ পৌঁছে দেয়ার জন্য সংবাদকর্মীদের বাইরে থাকতে হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও