You have reached your daily news limit

Please log in to continue


DSLR গোল খেয়ে যাবে, স্টিরিয়ো স্পিকার-সহ নানা দুরন্ত ফিচার্স নিয়ে হাজির Mi 10 5G!

mobile review: সব অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের এক নম্বর স্মার্টফোন এবং স্মার্ট টিভি ব্র্যান্ড Xiaomi, Mi 10 5G স্মার্টফোন লঞ্চ করেছে। Mi 10 5G সংস্থার সাম্প্রতিকতম প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন, যাতে রয়েছে দুটি নতুন IoT ইকোসিস্টেম প্রোডাক্ট। 108MP কোয়াড-ক্যামেরা সেট আপের সঙ্গে, Qualcomm® Snapdragon™ 865 চিপসেট রয়েছে 5G। নয়া এই ফোনে রয়েছে 3D কার্ভড E3 AMOLED ডিসপ্লে , শক্তিশালী 4780mAh ব্যাটারি, 30W ওয়্যারলেস চার্জিং। দুর্ধর্ষ সব ফিচার্সে ভরপুর Mi 10 ব্যবহারকারীকে এক নতুন প্রিমিয়াম স্মার্টফোন ব্যবহারের সবরকম অভিজ্ঞতা দিতে প্রস্তুত। Xiaomi ভারতে তাঁদের ইকোসিস্টেম পোর্টফোলিওকে আরও সমৃদ্ধ করে Mi ট্রু ওয়্যারলেস ইয়ারফোন 2 এবং Mi Box 4K বাজারে নিয়ে এসেছে। Mi ট্রু ওয়্যারলেস ইয়ারফোন 2 –তে রয়েছে উন্নত অডিও-এনহ্যান্সিং প্রযুক্তি যাতে সম্পূর্ণ, ওয়াইড-স্পেক্ট্রাম সাউন্ড ও স্বাভাবিকভাবে ব্যাল্যান্স হওয়া ফ্রিকোয়েন্সির অভিজ্ঞতা দেয়। Mi Box 4K এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সকল টিভি গ্রাহকরা স্মার্ট টিভি অভিজ্ঞতা উপলব্ধি করতে পারেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন