করোনা হয়তো কোনোদিন যাবে না
জেনেভায় অনলাইন ব্রিফিংয়ে কথা বলছিলেন ডাব্লিউএইচও-র মাইক রায়ান৷ সেখানে করোনাভাইরাসের বিষয়ে একেবারেই আশার কথা শোনাতে পারেননি তিনি৷ এমনকি ভ্যাকসিন আবিষ্কার হলেও করোনা ভাইরাসমুক্ত পৃথিবীর কথা ভাবতে পারছেন না ডাব্লিউএইচও-রবিশেষজ্ঞ৷ তার মতে, হামের ভ্যাকসিন আবিষ্কৃত হওয়ার পরও যেমন করে হাম পৃথিবী থেকে চিরবিদায় নেয়নি, সেভাবে ভ্যাকসিন এলেই করোনা ভাইরাস নিশ্চিহ্ন হয়ে যাবে এমনটি না-ও হতে পারে৷ মাইক রায়ান মনে করেন, ‘‘এই ভাইরাস আরো কিছু রোগের মতো আমাদের মাঝে থেকে যেতে পারে, অর্থাৎ এটা হয়তো কোনদিন যাবে না- এমন চিন্তা করে নেয়াই ভালো৷ আমার মনে হয় সবার বাস্তববাদী হওয়াই ভালো, কারণ, এই রোগটা কবে একেবারে চলে যাবে তা কেউ বলতে পারে না৷'' সারাবিশ্বে করোনা ভাইরাসে এ পর্যন্ত কমপক্ষে ৪৩ লাখ ৪৭ হাজার ১৫ জন সংক্রমিত হয়েছেন, মারা গেছেন দুই লাখ ৯৭ হাজার ১৯৭ জন৷ এসিবি/কেএম (রয়টার্স) মেসি থেকে মুশফিক: সংকটে সবার পাশে বাংলাদেশ ক্রিকেট দল করোনা সংকট মোকাবিলায় সহায়তার জন্য বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদের বেতনের অর্ধেক অনুদান হিসেবে দেবেন। একটা তহবিল গঠন করা হয়েছে। সেই তহবিলে ইতিমধ্যে ৩০ লাখ ১৫ হাজার টাকা জমা হয়েছে। মেসি থেকে মুশফিক: সংকটে সবার পাশে মেসি দিলেন ১০ লাখ ইউরো করোনায় সংক্রমিতদের চিকিৎসা এবং ভ্যাকসিন আবিষ্কারের গবেষণায় সহায়তার জন্য ১০ লাখ ইউরো দিয়েছেন লিওনেল মেসি। এরমধ্যে পাঁচ লাখ ইউরো পাবে বার্সেলোনা ক্লিনিক, বাকি পাঁচ লাখ পাবে মেসির দেশ, অর্থাৎ আর্জেন্টিনার সরকার। মেসি থেকে মুশফিক: সংকটে সবার পাশে রোনাল্ডোও বসে নেই মেসির আগেই অবশ্য পর্তুগালের দুটি হাসপাতালকে ৫ লাখ করে মোট ১০ লাখ ইউরোর অনুদানের ঘোষণা দেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো।