ক্রিকেটের অচেনা 'শব্দকোষ'

প্রথম আলো প্রকাশিত: ১৪ মে ২০২০, ১৩:৩০

আর্ম বল থেকে ইয়র্কার—ক্রিকেটে কত ধরণের শব্দ আর শব্দগুচ্ছই না আছে! ক্রিকেটীয় পরিভাষায় কিছু শব্দ আছে, যে গুলো খুব চেনা। আমার এমন কিছু শব্দ আছে, যেগুলো একটু কমই ব্যবহৃত হয়।তা কী বোঝায় সে সব শব্দ দিয়ে? তা জানতেই এই ক্রিকেট 'শব্দকোষ'— বেল্টার: যে উইকেটে বোলারদের জন্য কিছুই থাকে না। যাকে আমরা বলি ব্যাটিংবান্ধব উইকেট। ব্লব: '০' রান বা ডাক বোসি: অস্ট্রেলীয়রা এক সময় গুগলিকে এই নামে চিনত। গুগলির জনক বার্নার্ড বোসানকোয়েটের নামে বোসি বলা হতো। বানি: দলের যে সদস্য ব্যাট করতে পারেন না, কিন্তু বিশেষজ্ঞ বোলার কিংবা উইকেটকিপার হিসেবে একাদশে সুযোগ পান। এরা সাধারণত ১১ নম্বরে ব্যাটিং করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও