ফেনীতে এক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ৭ জনের করোনা শনাক্ত
ফেনীর এক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তার পরিবারের ৪ সদস্যসহ গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, আক্রান্তদের মধ্যে ৬জন ছাগলনাইয়া উপজেলার ও ১জন ফেনী সদর উপজেলার। এনিয়ে ফেনীতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৬ জনে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে ছাগলনাইয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, তার স্ত্রী, এক ছেলে ও ৭ বছর বয়সের এক মেয়ে শিশু রয়েছে। একজন ছাগলনাইয়ার গোপাল ইউনিয়নের বাসিন্দা। অপরজন ফেনী জেনারেল হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী। তার বাড়ি শহরের সুলতানপুরে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.