You have reached your daily news limit

Please log in to continue


কোটি টাকার গাড়ি বেচে অসহায়দের পাশে এমপি

শখ করে গাড়িটি কিনেছিলেন তিনি। কিন্ত ভারাক্রান্ত মনে সেই শখের গাড়িতে বসতে মন সায় দেয়নি। অবশেষে সিদ্ধান্ত নিয়েই ফেলেন। শখের গাড়ি বিক্রি করে নিজের এলাকার অসহায়ের পাশে দাঁড়ালেন এমপি সামছুল আলম দুদু।   করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে খাদ্য সহায়তা ও ইফতার সামগ্রী বিতরণ করছেন জয়পুরহাট-১ আসনের এমপি সামছুল আলম দুদু। রোজার শুরু থেকে ইফতার সামগ্রী বিতরণ করছেন তিনি। ২০১৫ সালে কেনা শুল্কমুক্ত ল্যান্ডক্রুজার প্রাডো গাড়িটি ১ কোটি ১৮ লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন তিনি। এ টাকার মধ্যে অল্প কিছু টাকা দিয়ে নিজের ব্যবহারের জন্য একটি গাড়ি ক্রয় করেছেন। বাকি টাকা দিয়ে গৃহবন্দি কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তায় ব্যয় করে চলেছেন সামছুল আলম দুদু। এরইমধ্যে ২৫ হাজার পরিবারকে মাস্ক, ৩০ হাজার পরিবারকে চাল, ডাল, আলু, তেলসহ নিত্য-প্রয়োজনীয় খাবার প্যাকেট দিয়েছেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন