কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ২১৬ জন

ঢাকা টাইমস প্রকাশিত: ১৩ মে ২০২০, ২০:১৬

বৈশ্বিক মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের কারণে সিঙ্গাপুরে আটকা পড়া ২১৬ জন বাংলাদেশি নাগরিক একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে আজ দেশে ফিরেছে। বুধবার ২টা ২০ মিনিটে বাংলাদেশিদের নিয়ে আসা সিঙ্গাপুর এয়ারলাইনসটি ঢাকা বিমানবন্দরে অবতরণ করেছে বলে বিমানবন্দরের একটি সূত্র ঢাকা টাইমসকে নিশ্চিত করেছে। সূত্র জানায়, সিঙ্গাপুর এয়ারলাইনসটি ২১৬ জন নাগরিককে নিয়ে ২টা ২০ মিনিটের দিকে বিমানবন্দরে অবতরণ করেন। নিয়ম অনুযায়ী, দেশে ফেরা এসব নাগরিকদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এদের মধ্যে যাদের কাছে করোনামুক্ত সার্টিফিকেট থাকবে তাদেরকে পাঠানো হবে হোম কোয়ারেন্টাইনে। অন্যদিকে যারা সার্টিফিকেট দেখাতে পারবে না তাদের থাকতে হবে সরকারি ব্যবস্থাপনা তথা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও