টুপি পাঞ্জাবির ব্যবসা মন্দা
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৩ মে ২০২০, ১১:৫৪
ঈদুল ফিতর বা ঈদুল আযহা ধর্মীয় এই দুই উৎসব উদযাপিত হয় নামায পড়ে। বিশেষ এই দিনটিতে সবাই সাধ্যমত পাঞ্জাবি বা অন্য যেকোনো পোশাকের সঙ্গে সব বয়সী পুরুষের মাথায় থাকে বাহারি নকশার টুপি থাকা চাই। তবে এবার টুপি-পাঞ্জাবীর বাজারে মন্দা। করোনা ভাইরাসের কারণে বিপণীবিতান ও মার্কেট বন্ধ থাকায় ব্যবসায়ীরা পণ্য বিক্রি করতে পারছেন না। আবার ক্রেতার আগ্রহ থাকলেও পণ্য কিনতে পারছেন না। করোনা ভাইরাস এবারের ঈদানন্দকে অনেকটাই নীরস করে তুলেছে। গত মার্চ মাসে দেশে করোনা ভাইরাসের অস্তিত্ব চিহ্নিত হয়। এরপর থেকে সংক্রমণ ঠেকাতে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। ২৪ ও ২৬ মার্চ থেকে দেশের সব বিপণীবিতান, শপিং মল বন্ধ। জরুরী ও নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়া সবকিছুই থমকে গেছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে
৯ মাস, ১ সপ্তাহ আগে
৯ মাস, ১ সপ্তাহ আগে