You have reached your daily news limit

Please log in to continue


চিকিৎসক নিয়োগ আটকে রাখা

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সরকারি স্বাস্থ্যব্যবস্থায় অন্যান্য সংকটের পাশাপাশি চিকিৎসকের ঘাটতির কথা সুবিদিত। এই অবস্থায় নতুন পরীক্ষার মাধ্যমে নতুন নিয়োগ তো দূরের কথা, পিএসসি তথা সরকারি কর্ম কমিশনের সুপারিশ থাকা সত্ত্বেও বিসিএস ক্যাডার পদে ৭১ জন চিকিৎসকের নিয়োগ আটকে আছে কয়েক মাস ধরে। ৩৯তম বিসিএস থেকে নন-ক্যাডার পদে সুপারিশ পাওয়া দুই হাজার চিকিৎসককে সম্প্রতি সরকারি ক্যাডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু একই বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে নিয়োগের জন্য পিএসসির সুপারিশ থাকা সত্ত্বেও এই ৭১ জনের নিয়োগ আটকে রয়েছে। পাশাপাশি ৩২তম থেকে ৩৭তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সুপারিশকৃতদের মধ্যে ১৬০ জন বাদ পড়ে যান। এ বিষয়ে প্রথম আলোর সংবাদে ভুক্তভোগীরা তাঁদের সম্পর্কে পুলিশের নেতিবাচক প্রতিবেদনকে দায়ী করেছেন। এই চিকিৎসকেরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়ে করোনার দুঃসময়ে দেশের যেকোনো জায়গায় কাজ করায় তাঁদের সদিচ্ছার কথা জানিয়েছেন। মানবিক দিক থেকেও তাঁদের আরজিটা বিবেচনা করা যায়। বিদ্যমান পরিস্থিতিতে দ্রুত নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন নিয়োগবঞ্চিত চিকিৎসকেরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন