বলিউড মানেই ম্যাগনাম ওপাস। প্রতি সপ্তাহে নিয়ম করে নতুন নতুন ছবির মুক্তি। বলিউড ছাড়াও গোটা ভারতের নানা অঞ্চলে যে প্রতি সপ্তাহে কত ছবি মুক্তি পায় তার ইয়াত্তা নেই। তার কোনোটা হয় সুপারডুপার হিট। কোনোটা আবার মুক্তির সঙ্গে সঙ্গেই বক্স অফিস মুখ থুবড়ে পড়ে। তবে ভারতে প্রতি বছর এমন অনেক ছবিও মুক্তি পায়, যেগুলোকে সেন্সর বোর্ডের চোখরাঙানি সহ্য করতে হয়। আবার এমন অনেক ছবি রয়েছে, যেগুলোকে পুরোপুরি ব্যানড করে দেয়া হয়। সেই ছবিগুলোই আবার বিদেশে গিয়ে ব্যাপক সাড়া ফেলে। এমনই কিছু ছবির নাম জেনে নেয়া যাক, যেগুলো ভারতে নিষিদ্ধ অথচ বিদেশের মাটিতে অত্যন্ত সফল। আনফ্রিডম (Unfreedom): একাধিক ঘনিষ্ঠ দৃশ্য, আর তা মূলত একটা সন্ত্রাসবাদী দৃষ্টিকোণ থেকে, এই বিশেষ কারণেই ভারতে ব্যান করে দেয়া হয়েছিল ‘আনফ্রিডম' (Unfreedom 2019) ছবিটি। LGBTQ সম্প্রদায়ের জীবন ফুটে উঠেছিল সেখানে। রাজ অমিত কুমার পরিচালিত এবং প্রযোজিত এই ছবিটি ভারতে কখনো মুক্তি পায়নি। তবে ২০১৪ সালে ‘কেরল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে’ দেখানো হয়েছিল ‘আনফ্রিডম’। ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আদিল হুসেনের মতো জাঁদরেল অভিনেতারা এই ছবিতে অভিনয় করেছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.