গ্রীষ্মে শিশির-কুয়াশা!

কালের কণ্ঠ প্রকাশিত: ১২ মে ২০২০, ১৯:০৬

প্রচলিত ঋতুচক্র কী পাল্টে যাচ্ছে? গ্রীষ্মকালে দেখা গেছে, দুর্বাঘাসে শিশির বিন্দু আর কুয়াশাচ্ছন্ন ভোর! শীতকালের দৃশ্য গরমকালে দেখে অবাক ও শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। মঙ্গলবার ভোরে ওই দৃশ্য দেখা যায় বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের দুর্গাপুরসহ অন্যান্য গ্রামে। এটা কী তবে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব? এই বৈরী আবহাওয়া করোনাসহ অন্যান্য ভাইরাসের জন্য সহায়ক এবং মানুষের জন্য ক্ষতিকর বলে জানান বিজ্ঞ চিকিৎসক। তবে রাজধানীর দুর্যোগ বিশেষজ্ঞের মতে, এটা প্রকৃতির স্বাভাবিকতা। প্রত্যক্ষদর্শীরা জানান, গত দুই দিনে এই এলাকায় কোনো বৃষ্টি হয়নি। রয়েছে কড়া রোদ। কিন্তু ভোরে কুয়াশা। দুর্যোগ বিশেষজ্ঞ ও বিশিষ্ট লেখক গওহার নঈম ওয়ারা এই আবহাওয়া সম্পর্কে মঙ্গলবার বিকেলে কালের কণ্ঠকে বলেন, গরমকালে শিশির কিংবা কুয়াশার ভোর দেখে ভয়ের কিছু নেই। এটা প্রকৃতির স্বাভাবিকতা। বরঞ্চ এতে আম, লিচুসহ অন্যান্য ফলন ভালো হবে। যেহেতু মাঝে-মধ্যেই বৃষ্টি হচ্ছে। অপরদিকে রোদে প্রখরতা আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও