কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘ভাইকিংস’ ছেড়ে দিলেন ভোকালিস্ট তন্ময়

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১২ মে ২০২০, ১৭:৪০

দেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘ভাইকিংস’ প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালে। এই দলটির ভোকালিস্ট ও প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তন্ময় তানসেন। দলটির সঙ্গে দীর্ঘ ২৩ বছরের পথচলা তার। কিন্তু সব মায়া ছিন্ন করে দলটি ছেড়ে দিলেন তিনি।  সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে এমন তথ্য নিশ্চিত করেছে ব্যান্ড দলটি। ভাইকিংস জানিয়েছে, আমরা ভারী হৃদয়ে জানাচ্ছি আমাদের ভোকালিস্ট ও প্রতিষ্ঠাতা সদস্য তন্ময় তানসেন আমাদের সঙ্গে আর থাকছেন না। তার সঙ্গে আমাদের ২৩ বছরের দুর্দান্ত পথ চলেছি। তিনি সর্বদা পরিবারের সদস্য হিসাবে থাকবেন। তন্ময় তানসেন ব্যান্ড ছেড়ে দেয়ার কারণ হিসাবে জানানো হয়েছে, তিনি নিজের ক্যারিয়ারের প্রতি মনোযোগী হতে এমন সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে তন্ময় তানসেন বলেন, দলটির সদস্যরা ভাবছেন ‘ভাইকিংস’ অনেকটা পথ পাড়ি দিয়েছে। কিন্তু আমি মনে করি, দলটির সংগ্রাম কেবল শুরু হয়েছে। আমার সংগ্রামের মানসিকতা আছে বলেই ব্যান্ডটি ছেড়ে দিলাম। ‘ভাইকিংস’ ছাড়লেও গান ছাড়ছেন না জানিয়ে তন্ময় বলেন, আমি ব্যান্ডইজমে বিশ্বাস করি। অবশ্যই নতুন ব্যান্ড করবো। তবে এখনো গুছিয়ে উঠতে পারিনি। কিছুটা ক্লান্তিও আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও