কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


দ্রুত বিস্তার ঘটাতে প্রতিনিয়ত রূপ বদলায় করোনা : গবেষণা

করোনাভাইরাস মানুষের দেহে প্রবেশের পর দ্রুত এর পরিবর্তন ঘটে। মানুষের দেহে টিকে থাকার জন্যই ভাইরাসের এই পরিবর্তন ঘটে। আর এই পরিবর্তন ভাইরাসকে আরও দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে সহায়তা করে। সম্প্রতি এক গবেষণায় বলা হয়েছে যে, দ্রুত বিস্তার ঘটাতে প্রতিনিয়ত এই প্রাণঘাতী ভাইরাসের রূপ বদলায়। দ্য লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন ভাইরাসের এই পরিবর্তন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে। কারণ এই পরিবর্তনের মাধ্যমে জীবাণুগুলো মানুষের দেহে আরও সফলভাবে নিজেদের অস্তিত্বের পরিবর্তন ঘটাচ্ছে। বিশ্বের প্রায় ৬২টি দেশ থেকে করোনাভাইরাসের ৫ হাজার তিনশোর বেশি জিনগত বৈশিষ্ট্য সংগ্রহ করে সেগুলো বিশ্লেষণ করা হয়েছে। বিশেষজ্ঞরা ভাইরাসের বেশ কিছু পরিবর্তন দেখতে পেয়েছেন যার মাধ্যমে মানুষের দেহে ভালোভাবেই টিকে থাকতে পারে ভাইরাস। বিশেষজ্ঞদের একটি দল ভাইরাসটির গায়ের কাঁটার মতো দেখতে ‘স্পাইক প্রোটিনে’র মধ্যে পরিবর্তন শনাক্ত করতে পেরেছেন। স্পাইকগুলোর পরিবর্তনের ফলে ভাইরাসটির বৃদ্ধি আরও দ্রুত ঘটেছে। ওই গবেষণা দলের প্রধান অধ্যাপক মার্টিন হিবার্ড বলছেন, এই ভাইরাসগুলোর পরিবর্তনে খুব বেশি পার্থক্য থাকে না। এগুলো পরিবর্তিত হলেও একটির সঙ্গে আরেকটির অনেকটাই মিল খুঁজে পাওয়া যায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন