লকডাউন শিথিল করে সরকার ভুল পথে হাঁটছে বলেও মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। একারণে বাংলাদেশে সংক্রমণের সংখ্যাও বাড়ছে বলে মনে করেন তিনি। আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় তারাবো পৌরসভা বিএনপির সভাপতি নাসির উদ্দিনের বাড়িতে অসহায় গরীবদের মাঝে ত্রাণ বিতরণ সময় তিনি এসব কথা বলেন।
রিজভী আহমেদ বলেন, ‘বর্তমান সরকারের মানুষের কাছে কোনো জবাবদিহিতা নাই। বিনাভোটে নির্বাচিত সরকারের জনগণের কোন প্রয়োজন নেই। কারণ রাতের আধারে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের ভোটের ব্যালট বাক্স ভরে দেয়। সংসদে যারা আছে তারা সবাই তাদের অনুগত। সরকার যা বলে, সরকারি দল-বিরোধী দল সবাই প্রধানমন্ত্রীর কথায় তালি দেয়। যে কারণে তাদের কোনো জবাবদিহিতা নাই জনগণের কাছে কোন দায়বদ্ধতা নেই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.