কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভুল ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ১৯ নৌসেনা নিহত, ব্যাখ্যা দিল সরকার

আরটিভি প্রকাশিত: ১২ মে ২০২০, ১৪:১২

ইরানের নৌবাহিনী ওমান উপসাগরে মিসাইল পরীক্ষার সময় ভুলে নিজেদের জাহাজেই আক্রমণ করলে ১৯ নাবিক নিহত ও আরও ১৫ জন আহত হয়।

রোববার (১২ মে) হরমুজ প্রণালীর কাছে এই দুর্ঘটনা ঘটে।
রয়টার্স জানায় ইরানের নৌবাহিনীর রণতরী জামারান থেকে নতুন জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হচ্ছিল। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে তা নিজেদের কোনারাক নামের নৌবাহিনীরই একটি লাইটার জাহাজে আঘাত করলে এই হতাহতের ঘটনা ঘটে।
তবে ইরান সরকার তার ব্যাখ্যায় জানিয়েছে, নৌবাহিনীর একটি লজিস্টিক জাহাজ দুর্ঘটনায় পড়লে ১৯ জন নৌসেনা নিহত ও ১৫ জন আহত হয়। জাস্ক ও চবাহর বন্দরের কাছাকাছি এলাকায় নৌ বাহিনীর প্রশিক্ষণ তৎপরতা চলার সময় ওই দুর্ঘটনা ঘটে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও