ক্রিকেটের বাইরেও জীবন নিয়ে অনেক ভাবে কোহলি
বিরাট কোহলি শুধু ক্রিকেটের গণ্ডিতেই আটকে নেই, তাঁর গভীরতা আরো অনেক বেশি বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স। যিনি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে কোহালির অন্যতম সতীর্থ। ক্রিকেট জগতে আপনার ভাল বন্ধু কারা? জিম্বাবুয়ের প্রাক্তন পেসার পমি বাঙ্গোয়া জানতে চেয়েছিলেন ডিভিলিয়ার্সের কাছে। জবাবে ডিভিলিয়ার্স বলেন, 'অবশ্যই বিরাট একজন। আর বিরাটের সঙ্গে শুধু আইপিএলের সময়ই যে কথাবার্তা হয়, এমন নয়। সারা বছর ধরে আমরা কথা বলি। আর সেটা শুধু ক্রিকেট নিয়েই নয়।’’ ডিভিলিয়ার্স পরিষ্কার জানিয়ে দেন, বিরাটের গভীরতা শুধু ক্রিকেটেই আটকে নেই। তাঁর কথায়, 'অনেকেই পরের দিকে বুঝতে পারে যে জীবনে ক্রিকেটের বাইরেও অনেক কিছু আছে। বিরাট এটা জানে। ও ক্রিকেটের বাইরেও জীবন নিয়ে অনেক ভাবে। নতুন, নতুন জিনিস পরীক্ষা করতে ভয় পায় না। সেটা জিমেই হোক কী খাবার নিয়ে। আমরা অনেক কিছু নিয়ে কথা বলি।