![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/05/12/db95e9c844e1e59fcd19066a9964cde8-5eba22f6e4b76.jpg?jadewits_media_id=1531651)
কাশ্মীরি পোলাও
প্রথম আলো
প্রকাশিত: ১২ মে ২০২০, ১০:১৩
রন্ধনশিল্পী ফাতিমা আজিজ ৭ মে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও ডায়বেটিস রোগে ভুগছিলেন। তাঁর দেওয়া বিভিন্ন খাবারের রেসিপি নিয়মিত ছাপা হতো প্রথম আলোর মঙ্গলবারের ক্রোড়পত্র নকশায়। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের নকশায় ছাপা হলো ফাতেমা আজিজের করা একটি ঈদের রান্না।
- ট্যাগ:
- লাইফ
- ঈদ রেসিপি
- ঈদের রান্না