কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিশ্বকাপ খেলতে না পারায় কেঁদেছিলেন শেন ওয়ার্ন

ঢাকা টাইমস প্রকাশিত: ১২ মে ২০২০, ০৯:০৮

দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে ১৪৫ টেস্ট খেলেছেন শেন ওয়ার্ন। তুলেছেন ৭০৮ উইকেট। ১৯৪ ওয়ানডেতে ইতিহাসের সেরা এই লেগ স্পিনারের রয়েছে ২৯৩ উইকেট। দুর্দান্ত ফর্মে ছিলেন ওয়ার্ন। এমন অবস্থা শুরু হতে চলেছিল ২০০৩ বিশ্বকাপ। দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা খেলতেও যান তিনি। ঠিক নিজেদের প্রথম ম্যাচের আগের দিন দল থেকে নিষিদ্ধ হন। টুর্নামেন্ট শুরুর আগেই ঘোষণা দিয়েছিলেন বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন অস্ট্রেলিয়ান এই তারকা। যদিও মাঠে নামার আগেই ক্রিকেট অস্ট্রেলিয়া বাড়ি ফেরত পাঠায় তাকে। ঠিক ওই সময় সতীর্থদের সামনে কান্নায় ভেঙে পড়েছিলেন স্পিনের জাদুকর। ফেরত যাবার আগে ওয়ার্ন স্কোয়াডে থাকা সদস্যদের জানিয়ে দেন তিনি নিষিদ্ধ কিছু স্পর্শও করেননি। সতীর্থদের তিনি বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া আমাকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশে ফেরার আগে আমার দলের উদ্দেশ্যে কিছু বলার ছিল। আমি কখনও নিষিদ্ধ ড্রাগ নিইনি। ছুঁয়েও দেখিনি।’ সম্প্রতি ফক্স ক্রিকেটের সঙ্গে অতীত নিয়ে আলাপ করেছেন ওয়ার্ন। প্রধান বোলিং অস্ত্র হারিয়ে দল যাতে বেকায়দায় না পড়ে সেটিও ছিল তার মাথায়। ‘বিশ্বকাপ শুরুর আগের সন্ধ্যায় সতীর্থদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলাম আমি। বিশ্বকাপ শিরোপা নিশ্চিত করতেই খেলতে নামবে অস্ট্রেলিয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও