করোনায় সাতক্ষীরায় সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা প্রদান

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ১১ মে ২০২০, ২২:২১

চিকিৎসা সেবায় এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। সাতক্ষীরা জেলার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে চিকিৎসা ক্যাম্প স্থাপনের মাধ্যমে বিনামূল্যে ওষুধ সামগ্রী বিতরণ করেছেন সেনাবাহিনীর সদস্যরা।যশোর সেনানিবাসের ৯ ইস্ট বেঙ্গল এর তত্ত্বাবাধনে ১০৫ পদাতিক ব্রিগেড ৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ও ৪১ ফিল্ড অ্যাম্বলেন্স এবং সাতক্ষীরা সিভিল সার্জন অফিস ও আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সহযোগিতায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে এই ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প স্থাপন করা হয়েছে। সোমবার সকাল থেকে লে. কর্নেল ফারহানার নেতৃত্বে পাঁচ জন ডাক্তার দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেন।
এ সময় ১০৫ পদাতিক ব্রিগেড যশোর সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল মো. খালেদ কামাল, মেডিকেল অফিসার মেজর মশিউর, মেজর আহসান, মেজর সেবার, মেজর ক্যাপ. মাহমুদা, ক্যাপ্টেন নওরিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিঠুন বিশ্বাসসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মেডিকেল ক্যাম্পটি ব্যবস্থপনার দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন সাকিব। উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি বিভিন্ন রোগে আক্রান্ত রোগিদের বিনামূল্যে ৫২ প্রকার ওষুধ সরবরাহ করছেন সেনাবাহিনী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও