প্রাচীন মিশরীয়দের অদ্ভুত ধর্ম পালন!

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১১ মে ২০২০, ১২:৪৬

প্রতিটি মানুষেরই নিজস্ব ধর্ম রয়েছে। রয়েছে নিজের ধর্মের প্রতি অগাধ বিশ্বাসও। তবে প্রাচীন যুগের মানুষদের ধর্মের প্রতি বিশ্বাস ছিল একটু অদ্ভুত  ধরনের। যা বর্তমান সময়ের মানুষ শুনলে অবাক না হয়ে পারেন না। ডেইলি বাংলাদেশের আজকের প্রতিবেদন সাজানো হয়েছে প্রাচীন মিশরীয়দের অদ্ভুত ধর্ম পালনের ইতিহাস নিয়ে। নিশ্চয়ই জানেন, প্রাচীন সভ্যতার অনেক আশ্চর্যই রয়েছে মিশরে! তারা খুব শক্তিশালী একটি দেশ ছিল। সেখানে তৈরি হয়েছে আশ্চর্য অনেক কিছুই। যা বর্তমানে সবাইকে অবাক করে। প্রাচীন মিশরে আগে মানুষ মারা গেলে তাদের মমি বানিয়ে রাখতেন। যেগুলো এখনো সেখানকার জাদুঘরে রয়েছে। তাছাড়া মিশর দেশের প্রাচীনকালের ধর্মে অনেক দেবদেবীর পূজার নিয়ম ছিল। নানান কিছুর পূজাতে তারা অভ্যস্ত ছিল। একেক কাজের জন্য একেক দেব-দেবীর উপর তারা বিশ্বাস রাখতেন। আর সেই মোতাবেক পূজাও করতেন। তাদের মধ্যে প্রধান ছিলেন সূর্যদেবতা 'রি' বা 'রা'। তার চেহারা মানুষের মতো, কেবল মাথাটাই ছিল বাজপাখির মতো। তার মাথায় থাকত একটি সাপ-জড়ানো গোল মুকুট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও