কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফেনীতে দুই ডাক্তারসহ করোনায় আক্রান্ত আরো ৮

কালের কণ্ঠ প্রকাশিত: ১১ মে ২০২০, ০৮:১১

ফেনীতে নতুন করে আরো ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন স্বাস্থ্য কর্মকর্তা, একজন মেডিকেল অফিসার। বাকিরাস্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী। সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এ তথ্যটি গতরাতে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) ল্যাবে নমুনা পরীক্ষায় ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। করোনা পজিটিভ পাওয়া ব্যক্তিরা সবাই স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী। সূত্র আরো জানায়, আক্রান্ত ব্যক্তিদের ট্রমা সেন্টারে নাকি বাসায় চিকিৎসা দেয়া হবে সেটি পরে জানানো হবে। প্রসঙ্গত জেলায় এক জনপ্রতিনিধি ও দুই সরকারি কর্মকর্তাসহ মোট ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দু’জনকে গত বুধবার ফেনী ট্রমা সেন্টারের আইসোলেশন থেকে ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। অপর একজনকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জেলায় এ পর্যন্ত ৬শ ৬৬ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। বিআইটিআইডি ও ভেটেরেনারি থেকে ৪শ ১১ জনের নমুনা প্রতিবেদন আসে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও