কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নেত্রকোনায় ধান কেনা তালিকায় মৃত কৃষকের নাম

কালের কণ্ঠ প্রকাশিত: ১১ মে ২০২০, ০৭:৪২

নেত্রকোনার খালিয়াজুরী খাদ্য বিভাগে বোরো ধান ক্রয়ে কৃষি বিভাগ কৃষকদের যে তালিকা করেছেন তাতে ব্যাপক অনিয়মেরঅভিযোগ পাওয়া গেছে। তালিকায় মৃত কৃষকের নাম, চাকরিজীবী ও চাষের জমি নাই, এমনকি মোটেও বোরো জমি করেননি এমন অসংখ্য লোকের নাম প্রকাশ পাওয়ায় এ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে কৃষকদের মাঝে! এ প্রেক্ষিতে রোববার (১০ মে) দুপুরে ধান ক্রয় কমিটির সভাপতি ও স্থানীয় ইউএনও এ এইচ এম আরিফুল ইসলাম বলছেন, বিষয়টি শুনেছি। বিতর্কিত এ তালিকাটি আজকের মধ্যেই বাতিল করার প্রক্রিয়া চলছে। স্থানীয় জনপ্রতিনিধি, ও এলাকার গন্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন মাধ্যমে জানা যায়, ২৬ এপ্রিল থেকে এখানে খাদ্য বিভাগ কৃষি বিভাগের দেয়া তালিকা অনুযায়ী প্রকৃত কৃষকের কাছ থেকে বোরো ধান কেনা অভিযান শুরু হবার কথা ছিল। এ অভিযান শুরুর লক্ষে গত ৭ মে ধান ক্রয় কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার প্রায় ১১ হাজার কৃষকের নাম লিখে একটি লটারিও হয়। লটারির মাধ্যমে ১৭শ ৩৯ জন কৃষকের নাম রেখে চুড়ান্ত তালিকা করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও