উত্তর কোরিয়াকে সাহায্যের প্রস্তাব চীনের, চীনের উদ্দেশ্য কী

বিবিসি বাংলা (ইংল্যান্ড) প্রকাশিত: ০৯ মে ২০২০, ১৯:৩২

করোনাভাইরাসের ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন উত্তর কোরিয়াকে সহায়তা করতে চায় চীন।

উত্তর কোরিয়ার নেতা কিম জং আনের কাছ থেকে পাওয়া এক বার্তার উত্তরে চীন একথা বলেছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে কোভিড নাইনটিনের বিরুদ্ধে লড়াইয়ে চীন আপাতদৃষ্টিতে যে সাফল্য দেখিয়েছে তার জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-কে অভিনন্দন জানিয়ে শুক্রবার কিম জং আন একটি বার্তা পাঠিয়েছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ খবর জানানো হয়।

উত্তর কোরিয়ার সরকার এখনও বলছে যে সে দেশে একজনও আক্রান্ত হয়নি, কিন্তু বিশ্লেষক প্রশ্ন তুলছেন সেটা আদতেই সম্ভব কি না।

দেশটির স্বাস্থ্য ব্যবস্থা খুবই ভঙ্গুর অবস্থায় এবং বিশেষজ্ঞরা মনে করেন কোভিড নাইনটিনের প্রাদুর্ভাব সেখানে খুব সামান্য পরিসরেও ঘটলেও দেশটির স্বাস্থ্য ব্যবস্থা মারাত্মক চাপের মুখে পড়বে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও