কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পরশুরামে আধপাকা ধানে ব্লাস্ট, উদ্বিগ্ন কৃষকরা

বণিক বার্তা প্রকাশিত: ০৯ মে ২০২০, ১৮:০১

ফেনীর পরশুরামে ধান ক্ষেতে ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আধাপাকা ধানে হঠাৎ করে এ রোগ দেখা দেয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকরা। এদিকে করোনা পরিস্থিতির কারণে কৃষি বিভাগের মাঠ কর্মকর্তাদেরও পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় অনেক কৃষক বাজার থেকে টুপার ও বাস্টিং কিনে স্প্রে করছেন। কিন্তু তাতে কোনো ফল পাওয়া যাচ্ছে না। এ পর্যন্ত ১০ হেক্টর জমির ব্লাস্ট আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। সংক্রমনের পরিমাণ প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এবার পরশুরামে ২ হাজার ৪৫০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। গত বৃহস্পতিবার কয়েকজন কৃষক ক্ষেত থেকে ধান তুলে অফিসে নিয়ে গেলে কৃষি বিভাগ ব্লাস্টের সংক্রমণের বিষয়ে নিশ্চিত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও