অনেক টাকা দিয়ে কিনুন এই ব্যাট: মুশফিকের অনুরোধ

প্রথম আলো প্রকাশিত: ০৮ মে ২০২০, ২১:২১

বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সবার আগে স্মারক নিলামে তোলার ঘোষণাটা মুশফিকুর রহিমই দিয়েছিলেন। ২০১৩ সালের মার্চে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন যে ব্যাট দিয়ে সেটিই মুশফিক নিলামে তুলতে চান। অবশেষে তাঁর মূল্যবান স্মারকটা নিলামে উঠছে আগামীকাল। সেটিও আবার তাঁর জন্মদিনে।  কাল রাত ১০টায় মুশফিকের ব্যাট নিলামে উঠছে 'স্পোর্টস ফর লাইফে'র ফেসবুক পেজে। নিলাম নিয়ে ভক্তদের প্রতি একটি অনুরোধ আছে মুশফিকের, 'নিলামে তুলতে একটু দেরি হয়েছে কারণ, নিজের মধ্যে দ্বিধাধন্ধ কাজ করছিল। সবার প্রতি আমার অনুরোধ, শুধু আমার ব্যাট হিসেবে না, সবাই যেন ভাবে এটা অনেক বড় ব্যাটসম্যানের ব্যাট; যাতে অনেক টাকা দিয়ে কিনতে পারে। টাকাটা করোনায় ক্ষতিগ্রস্থদের পেছনে ব্যয় হবে।' এর আগে ২০১৯ বিশ্বকাপে ব্যবহৃত সাকিবের ব্যাট নিলামে ২০ লাখ টাকায় বিক্রি হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও