 
                    
                    ভাগ্য অনিশ্চিত শপিং মলের ৫০ হাজার কর্মীর
                        
                            এইসময় (ভারত)
                        
                        
                        
                         প্রকাশিত: ০৮ মে ২০২০, ০৯:৩১
                        
                    
                Business News : এর মধ্যেই ঝিমিয়ে পড়া অর্থনীতিকে কিছুটা চাঙা করতে রাজ্যের গ্রিন ও অরেঞ্জ জোনগুলিতে দোকানপাট খোলায় অনুমতি দিয়েছে রাজ্য সরকার। ভিড় এলাকার বাইরের দোকান খোলায় আপাতত ছাড়পত্র মিলেছে। খুলেছে মদের দোকানও। কিন্তু, শপিং মল খোলায় এখনও অনুমোদন দেয়নি রাজ্য সরকার। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে রাজ্যের শপিং মলগুলির কর্তারা।
 
                    
                 
                    
                