দোকান এবং শপিং মল খোলা রাখা নিয়ে মালিকদের সিদ্ধান্তহীনতা

বিবিসি বাংলা (ইংল্যান্ড) প্রকাশিত: ০৭ মে ২০২০, ২৩:০০

সোমবার সরকার একটি প্রজ্ঞাপন জারি করে, যাতে বলা হয় ১০ই মে থেকে সারাদেশে সীমিত পরিসরে দোকানপাট ও শপিং-মল খোলা রাখা যাবে। এতে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা মেনে শপিং মল ও দোকানপাট সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানানো হয়।

কিন্তু এখন মালিকদের মধ্যে দোকান খোলা ও না খোলা নিয়ে এক ধরণের সিদ্ধান্তহীনতা দেখা দিয়েছে।

ইতিমধ্যে ঢাকার বড় দুটি শপিং মল না খোলার সিদ্ধান্ত নিয়েছে।

কিন্তু ঢাকার নিউমার্কেট, গাউসিয়া এবং চন্দ্রিমাসহ বেশ কয়েকটি বড় মার্কেট খুলবে কি না তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ঢাকার বাইরে বড় শহরগুলোর মার্কেট খোলা হবে কি না, সে সিদ্ধান্তও এখনো হয়নি।

তবে, অর্থনৈতিক কর্মকাণ্ড চালুর উদ্যোগ হিসেবে দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হলেও, এর ফলে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে এমন একটি সমালোচনা রয়েছে।

সেই সঙ্গে, সংক্রমণের আশংকায় ঈদের বাজারে কেনাকাটা করতে যাওয়া নিয়েও ক্রেতাদের মধ্যে দ্বিধা ও সংশয় রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও