![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020March/kothao-keu-nei-2005061132-2005070433.jpg)
ফের বাকের ভাইয়ের ‘ফাঁসি’ আজ!
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০৭ মে ২০২০, ১০:৩৩
কাঠগড়ায় দাঁড়ানো বদি। ভয়ার্ত চেহারা। তাকে জিজ্ঞেস করা হলো, ‘বাকের কি খুন করেছে?’\r\n\r\nবদির দু’চোখে পানি টলটল করছে। বদি উকিলের কথায় মাথা নাড়িয়ে ‘হ্যাঁ’ উত্তর দেয়। উকিল আরো উচ্চস্বরে বলে, ‘মাথা না নাড়িয়ে মুখে শব্দ করে সবাইকে শুনিয়ে বলুন।’