![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/05/06/a48222228ed74a0b166b137f47af5898-5eb2095976268.jpg?jadewits_media_id=1530285)
সাপলুডুর মক্সা বোর্ড
প্রথম আলো
প্রকাশিত: ০৬ মে ২০২০, ০৬:৩৭
'তোমার গুটি সাপে খেয়েছে।' 'ইশ, আরেকটু হলে মইটা পেতাম।' গরমের ছুটি হোক কিংবা পরীক্ষার বিরতি, লুডো বোর্ডের উল্টো পাশের সাপলুডু খেলায় এভাবেই মেতে উঠেছে অনেক বাড়ি। কোয়ারেন্টিনের এই সময়টায় তুমিও হয়তো খেলেছ এই সাপলুডু। কৌটা ঝাঁকিয়ে নানা কায়দায় ডাইস ফেলা, সে অনুসারে একে একে ঘুঁটি আগাতে হয় এই খেলায়। এরই মাঝে ঘুঁটি কখনো যায় বোর্ডে ওত পেতে থাকা সাপের পেটে, আবার কখনো মই বেয়ে সুরসুরিয়ে উঠে যায় আরও ওপরে।...