![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F05%2F04%2Ftbjtgs.jpg%3Fitok%3DB9IIH1fy)
করোনায় মৃত সাংবাদিক খোকনের আক্রান্ত স্ত্রী আইসিইউতে ভর্তি
এনটিভি
প্রকাশিত: ০৪ মে ২০২০, ০৮:৪৫
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকনের স্ত্রী শারমিনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। করোনায় আক্রান্ত শারমিনকে উত্তরার রিজেন্ট হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাঁর অবস্থার অবনতি হলে গতকাল রোববার দিবাগত রাত ২টার পর আইসিইউতে নেওয়া হয়। বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. শাহেদ।