![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/05/02/e83ce728c5efb2225d10f40f48278b78-5eacf157f151a.jpg?jadewits_media_id=1529414)
বাজিকরদের প্রতি কীসের ‘দরদ’ পিসিবির
প্রথম আলো
প্রকাশিত: ০২ মে ২০২০, ১০:০৮
পাকিস্তান ক্রিকেটে দুর্নীতি নিয়ে প্রশ্ন ওঠা নতুন কিছু না। বহু বার এ নিয়ে কথা হয়েছে পিসিবিতে। সম্প্রতি উমর আকমল নিষিদ্ধ হওয়ার পর বিষয়টি নিয়ে পিসিবিকেই দোষারোপ করেছেন বোর্ডের সাবেক সভাপতি খালিদ মেহমুদ। তাঁর ভাষায়, বাজিকরদের প্রতি দরদ রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)।
পিসিবির দুর্নীতি বিরোধী আইনের ২.৪.৪ ধারা ভঙ্গ করে তিন বছর নিষিদ্ধ হয়েছেন আকমল। বাজিকরদের প্রস্তাব গোপন করেন তিনি।...