বিএনপির নীতিনির্ধারকরা নীরব: দলীয় রাজনীতি ‘কোয়ারেন্টিনে’!

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০১ মে ২০২০, ২২:০০

করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশেষ পরিস্থিতিতে সারাদেশে দলের তৃণমূল ও মধ্যম সারির নেতাদের উদ্যোগে অব্যাহতভাবে ত্রাণ তৎপরতা ও সুরক্ষাসামগ্রী বিতরণ করা হলেও বিএনপির নীতি নির্ধারণী ও সিনিয়র নেতারা অনেকটাই আড়ালে রয়েছেন। নিজ নিজ নির্বাচনি এলাকায় ব্যক্তিগত তহবিল থেকে সহায়তা কার্যক্রম পরিচালনা করলেও করোনা সংক্রমণের শুরু থেকে ‘রাজনৈতিকভাবে’ নিষ্ক্রিয় রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ও ভাইস চেয়ারম্যানদের অধিকাংশ নেতা। নীতি নির্ধারকদের এই নীরবতাকে ‘অপব্যাখ্যাজনিত নীরবতা’ হিসেবে দেখছেন দলের অন্যান্য নেতারা। আর নীতি নির্ধারকরা বলছেন, করোনাভাইরাসের সংক্রমণ ও এরপরের পরিস্থিতি নিয়ে প্রেডিক্ট  বা ধারণা করার সুযোগ নেই। তবে তারা পুরো পরিস্থিতি নিয়ে ধারাবাহিকভাবে কী কী উদ্যোগ নেওয়া যায়, সে বিষয়ে চিন্তা ভাবনা করছেন।বিএনপির গত একমাসের রাজনৈতিক তৎপরতা পর্যালোচনা ও বিশ্লেষণ করে দেখা গেছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ত্রাণ তৎপরতা অব্যাহত থাকলেও করোনাভাইরাসের বর্তমান সময় ও পরবর্তী সময় নিয়ে নীতিনির্ধারকদের মধ্যে কোনও আলোচনা হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও