বাংলাদেশেকে সহায়তা নিতে আহ্বান জানাল নেদারল্যান্ডস
নেদারল্যান্ডস সরকার কোভিড-১৯ মহামারির কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা করতে ১০০ মিলিয়ন ইউরোর তহবিল তৈরি করেছে। যে দেশগুলো এ তহবিলের অর্থ চান তাদের আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
নেদারল্যান্ডসের পররাষ্ট্র-বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা মন্ত্রী সিগ্রিড কাগ বুধবার (২৯ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ফোনে এসব কথা বলেন। ড. মোমেন বিভিন্ন ইউরোপীয় ক্রেতাদের আদেশ বাতিল করার বিষয়টি উত্থাপন করেন।
তিনি ফোনালাপে বলেন, ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রেতারা ৩.১৮ বিলিয়ন ডলার অর্ডার বাতিল বা স্থগিত করেছেন। তার ফলে ১১৫০টি কারখানা এবং ২.২৮ মিলিয়ন শ্রমিকের জীবন যাত্রায় প্রভাব পড়েছে।
নেদারল্যান্ডসের ক্রেতারা যেন আরএমজি কারখানার বাংলাদেশের অর্ডার বাতিল না করে তা নিশ্চিত করার জন্য তিনি ডাচ মন্ত্রীর কাছে অনুরোধ করেন।
নেদারল্যান্ডসের মন্ত্রী ড. মোমেনকে আশ্বাস দিয়ে বলেন ডাচ ক্রেতারা বাংলাদেশি আরএমজি কারখানাগুলো থেকে তাদের আদেশ বাতিল বা স্থগিত করবে না। তিনি আরও উল্লেখ করেন ডাচ সরকার আরএমজি'র চালান চালু রাখতে সব রকম সহায়তা করবে।
রোহিঙ্গা সংকট ইস্যুতে ড. মোমেন নেদারল্যান্ডসের মন্ত্রী কাগকে বলেন, দুটি নৌকায় করে আসা প্রায় ৫০০ রোহিঙ্গা বাংলাদেশের সমুদ্রসীমায় বা সীমান্তের কাছাকাছিও নেই। সমুদ্রের আইন অনুসারে, অন্যান্য দেশের রোহিঙ্গাদের বাঁচানোর দায়িত্ব রয়েছে।