ইইউ বা ইউরোপীয় ইউনিয়ন নামক জোটটির জন্ম ১৯৫৭ সালে। সেই সময় এর নাম ছিল ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি বা ইইসি। নতুন ইউরো জোট ইইসি কার্যত ট্রিট্রি অব রোম-এর আওতায় বিশেষায়িত আঞ্চলিক বাণিজ্য জোট ‘ইউরোপীয় কয়লা ও স্টিল কমিউনিটি’কে নিজেদের সঙ্গে একীভূত করে নেয়। এই সূত্র ধরে পহেলা জানুয়ারি ১৯৫৮ যাত্রা শুরুর পর ১৯৯৩ সালে ইইসির পরিবর্তে ইইউ নাম ধারণ করে এই অর্থনৈতিক জোট। তৎপরবর্তী অভিন্ন ইউরোপীয় অর্থনৈতিক ব্যবস্থার গঠনমূলক সংস্কার আন্তর্জাতিক অঙ্গনে ইইউকে নতুন পরিচিতি এনে দেয়। একক মুদ্রা ইউরো প্রবর্তন, শেঞ্জেন চুক্তির মতো আন্তঃসদস্য ভিসা সহজীকরণ ব্যবস্থার উদ্ভব ইইউ জোটের ইতিহাসে মাইলফলক ঘটনা। ২৮টি সদস্য দেশের রাজনীতি, অর্থনীতি ও সামরিক বিষয়াদি-সংক্রান্ত অভিন্ন নীতি প্রণয়নপূর্বক ইউরোপের সামগ্রিক স্বার্থ সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে ইইউ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.