মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন গ্র্যামি মনোনয়নপ্রাপ্ত গসপেল (ঈশ্বরের সুসমাচার) শিল্পী ট্রয় স্নিড। তাঁর বয়স ছিল মাত্র ৫২। ট্রয় স্নিডের মুখপাত্র বিল কারপেন্টার জানিয়েছেন, গতকাল সোমবার ফ্লোরিডার জ্যাকসনভিলের একটি হাসপাতালে মারা যান এ শিল্পী। ইউএসএ টুডের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল। ১৯৯৯ সালে তরুণ খ্রিস্টানদের জন্য গাওয়া অ্যালবাম ‘হাইয়ার’-এর জন্য গ্র্যামি মনোনয়ন পেয়েছিলেন স্নিড। গানের মাধ্যমে ঈশ্বরের বাণী প্রচারে পুরো যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছেন তিনি। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘দ্য প্রিচারস ওয়াইফ’-এ তাঁকে দেখা গিয়েছিল। ২০০৬ সালে তাঁর ‘দ্য স্ট্
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.