![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/thumb/msid-75416488,width-1200,height-630,resizemode-4/year-ender-poll.jpg)
করোনা আক্রান্তের চিকিত্সায় প্লাজমা দেবেন বলিউড গায়িকা
এইসময় (ভারত)
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২০, ০০:৫২
nation: তাঁর আক্কেলজ্ঞান নিয়ে প্রশ্ন উঠেছিল। করোনান হটস্পট ব্রিটেন থেকে ঘুরে এসে, মুম্বই-লখনউ করে বেরিয়েছেন। সেলফ কোয়ারানটিনে থাকেননি। চারপাশের সেই আক্রামণের মধ্যেই রিপোর্ট আসে পজিটিভ। ২১ দিন আগেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন কণিকা কাপুর। এ বার অন্য আক্রান্তের চিকিত্সায় প্লাজমাদানে আগ্রহী হলেন।