কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নিলাম উঠছে আরো চার ক্রিকেটারের স্মারক

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২০, ০৯:২২

করোনাভাইরাস মোকাবিলায় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন ক্রিকেটাররা। প্রথমে বেতনের অর্ধেক টাকা দিয়ে তহবিল গঠন করার পর ব্যক্তিগতভাবে অনেক জায়গায় সাহায্য করে যাচ্ছেন টাইগাররা। এবার স্মারক নিলামে তুলে সেই অর্থ সুবিধাবঞ্চিত মানুষদের জন্য ব্যয় করার চল শুরু করেছেন জাতীয় দলের কিছু ক্রিকেটার। সেই ধারায় যোগ দিয়ে আরো চার ক্রিকেটার নিজেদের স্মারক নিলামে তুলছেন। এই চারজন ক্রিকেটার হলেন ওপেনার আনামুল হক বিজয়, অলরাউন্ডার সৌম্য সরকার, অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এবং স্পিডস্টার তাসকিন আহমেদ। নিলাম থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ দুঃস্থদের সহযোগিতায় ব্যয় করা হবে বলে জানা গেছে। জাতীয় দলের ক্রিকেটারদের মাঝে সবার আগে নিজের স্মারক বিক্রি করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তার স্মারক বিক্রয়ের কাজটি সম্পন্ন করেছে Auction 4 Action নামের একটি প্রতিষ্ঠান। সৌম্য-বিজয়দের স্মারক নিলামে তোলা এবং পরিচালনার কাজও এই প্রতিষ্ঠানই করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও