সুস্মিতাকে পেতে স্ত্রীকে ডিভোর্স দিয়েদিয়েছিলেন আম্বানী
বিশ্বসুন্দরী। বলিউড দাপিয়েছেন প্রায় দুই দশক। আর বছর পাঁচেক পর তার বয়স হবে ৫০। কিন্তু এখনো বিয়ে থা করিননি ১৯৯৪ মিস ইউনিভার্স সুস্মিতা সেন। তার সঙ্গে ভারত ধনকুবের আনীল আম্বানংসম্পরকের কথা খুব চাউড় ছিল একসময়। তাদের সম্পর্ক এতটাই গভীর ছিল, অনিল আম্বানীর সংসার ভাঙতে বসেছিল তখন।
মিস ইউনিভার্স হওয়ার আগে এক অনাড়ম্বর জীবন ছিল হায়দরাবাদের একটি বাঙালি পরিবারে জন্ম নেওয়া সুস্মিতার।যখনই অবসর পেতেন টুকটাক কাজ করে উপার্জন করতেন। এমনকি বাড়ি বাড়ি ভ্যাকুম ক্লিনারও বিক্রি করেন তিনি।বাবা ছিলেন ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার আর মা ছিলেন জুয়েলারি ডিজাইনার। দুবাইয়ে তার একটি গয়নার দোকানও ছিল। একবার এক পার্টিতে এক ব্যক্তির কথা শুনে নেহাত কৌতূহলের বশেই মিস ইন্ডিয়া প্রতিযোগিতার ফর্ম পূরণ করেন সুস্মিতা।১৯৯৪ সালে ঐশ্বরিয়াকে হারিয়ে মিস ইন্ডিয়া হন। ওই বছরই মাত্র ১৮ বছর বয়সে মিস ইউনিভার্স খেতাব জেতেন তিনি।১৯৯৬ সালে বলিউডে যাত্রা করা সুস্মিতাকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল২০১৫ সালে।