চট্টগ্রামে হোমিওপ্যাথিক চিকিৎসক যখন বহু ডিগ্রিধারী!
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২০, ২১:১৩
তিনি এমবিবিএস (ঢাকা), ডিএইচএমএস, এমবিবিএস (কলকাতা), এমডি, এমফিল (ফিজিশিয়ান), পিইচডি (মেডিসিন এন্ড নিউরোলেজি থিসিস) এবং সাবেক অধ্যাপক। তিনি গোল্ড মেডেলিস্টও। তিনি কনসালটেন্ট অব মেডিসিন, মানসিক ব্যাধি ও স্নায়ু রোগ বিশেষজ্ঞ। খুলেছেন দুই শয্যার ক্লিনিকও। তবে তিনি কোনো চিকিৎসকই নন। তার নাম অধ্যাপক ডা. মোহাম্মদ