করোনা দুর্যোগে নিভৃতেই নিহতদের স্মরণ করল শ্রীলংকা
বণিক বার্তা
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২০, ০১:০০
২০১৯ সালের ২১ এপ্রিল। শ্রীলংকার সাম্প্রতিক ইতিহাসের খেরোখাতায় একটি কালো অধ্যায় হয়ে থাকবে দিনটি। সবাই যখন ইস্টার সানডের মতো পবিত্র একটি উপলক্ষ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখন দেশটির বাণিজ্যিক রাজধানীখ্যাত কলম্বোর তিনটি চার্চ ও তিনটি বিলাসবহুল হোটেলে চালানো হয় আত্মঘাতী বোমা হামলা। এতে প্রাণ হারান আড়াইশর বেশি মানুষ। হূদয়বিদারক সেই ঘটনার এক বছর পূর্তি হয়েছে গতকাল। কিছুটা অনাড়ম্বরভাবেই গত বছরের সেই বোমা হামলায় নিহতদের স্মরণ করেছে শ্রীলংকার জনগণ। খবর বিবিসি।