![](https://media.priyo.com/img/500x/https://bonikbarta.net/uploads/news_image/news_227565_1.jpg)
চীনে আলু-পটলের দামে উড়োজাহাজের টিকিট!
বণিক বার্তা
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২০, ২১:০১
করোনাভাইরাস সংক্রমণ প্রায় পুরোপুরিই নিয়ন্ত্রণে এনেছে চীন। বিভিন্ন শহরে কলকারখানা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হচ্ছে। এর আগে প্রায় তিন মাসের স্থবিরতার পর প্রথমবারের মতো শ্রমিক দিবসের বড় ছুটি পেতে যাচ্ছে চীনারা। এই সুযোগে অভিনব ছাড় দিচ্ছে চীনা উড়োজাহাজ সংস্থাগুলো। বলতে গেলে আলু পটলের দামে টিকিট বিক্রির অফার চলছে।