You have reached your daily news limit

Please log in to continue


যুক্তরাষ্ট্র ছাড়তে হবে লাখ লাখ অভিবাসীকে

করোনা ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে সব ধরনের অভিবাসন অস্থায়ীভাবে স্থগিত করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে শিগগিরই এক নির্বাহী আদেশ দিতে যাচ্ছেন তিনি। সোমবার ট্রাম্প এ পরিকল্পনার কথা জানান। এদিকে, যুক্তরাষ্ট্রে কোভিড নাইনটিনে একদিনে আরো এক হাজার ৯৩৯ জনের প্রাণহানি ঘটেছে। চব্বিশ ঘণ্টায় মারা গেছেন আরো আট বাংলাদেশি। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা সাড়ে ৪২ হাজার ছাড়ালো। করোনা পরিস্থিতিতে দিন দিন জটিল হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা। সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশে সব ধরনের অভিবাসন স্থগিত করার পরিকল্পনার কথা জানান। নিউইয়র্কে লিগ্যাল কনসালটেন্ট নাসরীন আহমেদ বলেন, বেশ কয়েক মাসের জন্য সব রকম ইমিগ্রেশন বন্ধ হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণে অভিবাসন প্রক্রিয়া যেমন দীর্ঘ হবে তেমনি লাখ লাখ মানুষকে যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফিরেও যেতে হবে। করোনার প্রভাবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে রেকর্ড পরিমাণ কমে গেছে জ্বালানি তেলের দাম। লকডাউনের কারণে কোনো চাহিদা না থাকায় তেল উৎপাদনকারীরা পাইকারি ক্রেতাদের উল্টো টাকা দিচ্ছেন তেল নেয়ার জন্য।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন