![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/04/20/8ea2cde868e8055d55f3bbeb9559f415-5e9ddb6b6d8ba.jpg?jadewits_media_id=1527093)
অভিষেক–ঐশ্বরিয়ার ১৩তম বিবাহবার্ষিকী, ১৩ তথ্য
প্রথম আলো
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২০, ২৩:১৯
ভারত দীর্ঘদিন ধরে লকডাউনে। এবারের মতো বিবাহবার্ষিকী আর আসেনি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের। আজ ২০ এপ্রিল এই তারকা জুটির ১৩তম বিবাহবার্ষিকী। অনেকের কাছেই তাঁরা আদর্শ জুটি। যাহোক, ফিল্মফেয়ার, গলফ নিউজ, টুইটার ও বিভিন্ন অনুষ্ঠান থেকে এই জুটির ১৩তম বিয়ের দিন উপলক্ষে থাকল ১৩টি অন্য রকম তথ্য।