![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/640x360x1/uploads/media/2020/04/19/03041f252b836466c6f4809c306e18b1-5e9c0d4963be4.jpg)
প্রস্তুতি ছিল ছোট পরিসরে জানাজার কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়
প্রথম আলো
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২০, ২২:০৭
বাংলাদেশ খেলাফত মজলিশের নায়েবে আমীর যোবায়ের আহমেদ আনসারী মারা যান ১৭ এপ্রিল ভোর পৌনে ৬টায়। ব্রাহ্মণবাড়িয়া শহরের মারকাজপাড়ায় তিনি মারা যাওয়ার ঘণ্টা দু-এক পরই পরিবার মৃতদেহ দাফন করতে সরাইলের বেড়তলায় রওনা হয়ে যান। পরিবারের দাবি, লকডাউনের মধ্যে জনসমাগম যেন না হয় সে জন্যই তাড়াহুড়ো করে তাঁরা শহর ছাড়েন। কিন্তু শেষ রক্ষা হয়নি।
মাওলানা যোবায়ের আহমেদ আনসারীর ভাই মো. আমানুল্লাহ প্রথম আলোকে বলেন, জনসমাগম অনিচ্ছাকৃত। তাঁরা দুঃখিত।
মাওলানা যোবায়ের আহমেদ জামিয়া রাহমানীয়া বেড়তলা মাদ্রাসার অধ্যক্ষ। মো. আমানুল্লাহ এই মাদ্রাসার জ্যেষ্ঠ অধ্যাপক। আমানুল্লাহ প্রথম আলোকে আরও বলেন, জানাজার খবর পেয়েই সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাঁদের জনসমাগম না করার নির্দেশ দেন।