কয়েনে কাশি মেখে দোকানিকে দিয়ে বললেন, করোনাভাইরাস দিলাম!
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২০, ২১:৫০
করোনায় কাঁপছে সারা বিশ্ব। এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন হাজার হাজার মানুষ। কোনো ওষুধ বা ভ্যাকসিন এখনো উদ্ভাবন করা সম্ভব হয়নি। করোনাভাইরাস ঠেকানোর একমাত্র উপায় হলো সামাজিক দূরত্ব মেনে চলা। আর সামাজিক দূরত্ব মেনে চলার কথা বলে যেন অন্যায় করে ফেলেছেন কানাডার এক দোকানি। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ম্যাথু ভেগা নামের এক তরুণ কানাডার অন্টারিওর জেটিএম ভ্যালু প্লাস অ্যান্ড মার্কহাম পেট ফুডসের একটি কনভেনিয়েন্স স্টোরে একা কাজ করছিলেন। তার স্টোরে এক ব্যক্তি আসলে সামাজিক দূরত্ব মেনে চলতে বলেন। কিন্তু তিনি তা করেননি। বরং করোনা ছড়িয়ে দেওয়া হুমকি দিয়েছেন। আর তাই তাকে পুলিশ খুঁজছে। সামাজিক দূরত্ব মেনে চলার জন্য বলা হলে ওই ব্যক্তি ম্যাথু ভেগাকে বলেন, কেন মেনে চলতে হবে? আপনি কি পুলিশ? আপনাকে কে বলেছে আমার চলাফেরার ওপর নিয়ন্ত্রণ করতে।