![](https://media.priyo.com/img/500x/https://ichef.bbci.co.uk/news/660/cpsprodpb/AACA/production/_111822734_51eea2de-f654-4204-9e3e-a68703abf9a7.jpg)
স্বেচ্ছায় আইসোলেশনে কীভাবে সম্পর্ক টিকিয়ে রাখতে হবে?
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২০, ০৯:৪৭
যখন থেকে ধারণা পাওয়া গেছে যে, বেশ দীর্ঘ দিন ধরেই লকডাউনে থাকতে হবে, তখন থেকেই ইন্টারনেটে নানা ধরণের প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। অনেকেই ভাবছেন যে এটা আমাদের রোমান্টিক সম্পর্কের উপর কি ধরণের প্রভাব ফেলবে।
এই চিন্তাগুলো মূলত সপ্তাহ দুয়েক আগে থেকে সামনে আসতে শুরু করে যখন বারগুলো বন্ধ হয়ে যায় এবং পরস্পর থেকে দুই মিটার দূরত্ব রাখার কথা বলা হয়।
কিন্তু মানসিক বিষয়টি কেমন হবে? মহামারির সময় আমাদের সম্পর্কগুলো সুখকর আর ভাল রাখতে কী করা উচিত? লকডাউনের সময় দুটো জিনিস হতে পারে; এক হয়তো সব সময়ই একসাথে থাকতে হবে অথবা এক সাথে থাকার মতো সময় মোটেই পাওয়া যাবে না।