দেশের এক লাখ মানুষকে সহযোগিতা করবেন তিনি

প্রথম আলো প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২০, ২১:৫৬

ক্যামেরুনে আজ পর্যন্ত ৮৪৮ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। মারা গিয়েছেন ১৭ জন। প্রতিদিনই প্রকোপ বাড়ছে। ফলে দেশের মানুষকে থাকতে হচ্ছে গৃহবন্দী। করোনাকালীন এই সময়ে দেশের মানুষকে সহযোগিতা করা জন্য এগিয়ে এসেছেন ক্যামেরুনের ইতিহাসের সেরা ফুটবলার স্যামুয়েল ইতো। বার্সেলোনার সাবেক এই স্ট্রাইকার তাঁর ফাউন্ডেশনের মাধ্যমে এক লাখ মানুষকে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। স্যামুয়েল ইতো ফাউন্ডেশন নামে একটি দাতব্য সংস্থা মানুষের কাছে পৌঁছে দিবে জীবাণুনাশক সামগ্রী, খাবার ও করোনা থেকে বাঁচতে প্রয়োজনীয় বস্তু। ত্রাণ দেওয়া হবে দেশের চারটি শহরের ৫০ হাজার মানুষকে। এর বাইরে ৫০ হাজার মানুষের মধ্যে বিশেষ করে ট্যাক্সি ড্রাইভারদের দেওয়া হবে মুখের মাস্ক। ইতোর ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘মারাত্মক মানবিক এক সংকট চলছে। করোনাভাইরাস থেকে কেবল রক্ষা করতে পারে সুনির্দিষ্ট স্বাস্থ্য ব্যবস্থা ও জীবাণুনাশক দ্রব্যাদি।’ এছাড়া আগ থেকেই সমর্থকদের উদ্দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কাজ করে যাচ্ছেন ইতো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও