ত্রাণের পিছনে যারা দিয়ে যাচ্ছেন অদৃশ্য সেবা
দেশব্যাপী করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। চাপে পড়েছে মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও গরিব অসহায় মানুষ। আর তাদের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন পুলিশ, সেনাবাহিনীসহ জেলা ও উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁয়ের রানীশংকৈলে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। আর এ ত্রাণের পিছনে অদৃশ্য সেবা দিয়ে যাচ্ছেন উপজেলার চতুর্থ শ্রেণীর কিছু কর্মচারী। তাদের নাম হয়তো কেউ ভাবছে না। হয়তো ইতিহাসই বলে দিবে তাদের স্থান কোথায়? জানা যায়, রানীশংকৈল প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা এবং উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানের মাধ্যমে তালিকা প্রণয়ন করে কর্মহীন ও দারিদ্র্য মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। গতকাল মঙ্গলবার সকালে রাণীশংকৈল উপজেলার (হলরুম) মিলনায়তনে চাল, ডাল ও আলু প্যাকেট করতে দেখা যায় উপজেলার চতুর্থ শ্রেণির কয়েকজন কর্মচারীকে।