You have reached your daily news limit

Please log in to continue


বাকিদের জন্য বিমা ও প্রণোদনা, গণমাধ্যমকর্মীদের জন্য শুধুই ‘ধন্যবাদ’

পহেলা বৈশাখ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে ঘরে বসে নববর্ষ পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি বিভিন্ন চিকিৎসক, নার্সসহ পেশাজীবীদের জন্য বিমা ও প্রণোদনার কথা জানালেও ঝুঁকির মধ্যে তথ্যসেবা দিয়ে যাওয়া গণমাধ্যমকর্মীদের কেবল ধন্যবাদ দিয়েছেন।  যদিও কিছুদিন আাগে তথ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে গণমাধ্যম মালিকদের প্রতিনিধি দল বিরূপ পরিস্থিতিতে প্রণোদনা দিয়ে গণমাধ্যমকে সহায়তার দাবি জানিয়েছিলেন। সাংবাদিক, সম্পাদক ও সাংবাদিক ইউনিয়নের নেতারা বলছেন, গণমাধ্যম কখনোই ধন্যবাদ পাওয়ার জন্য কাজ করে না। তবে বিরূপ পরিস্থিতিতে তারা প্রধানমন্ত্রীর কাজ থেকে ধন্যবাদের পাশাপাশি পুরস্কারের আশা করেছিলেন। তারা বলছেন, যখন কিনা আইনশৃঙ্খলাবাহিনী চিকিৎসক নার্সদের মতো সাংবাদিকরাও নিরলস তথ্য সেবা দিচ্ছে, ঝুঁকি নিয়ে ঘরের বাইরে বের হয়ে কাজ করছে তখন তাদের জন্য প্রধানমন্ত্রী কোনও প্রস্তাবনা রাখলে সেটি উৎসাহব্যঞ্জক হতো।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন